আমন্ত্রণ জানিয়েও বন্ধুদের ফেলে বিয়ে করতে চলে যাওয়ায় মানহানির মামলা করলেন বন্ধুরা

ডেস্ক: ধুমধাম করে বিয়ে করছেন বন্ধু। আর তার বরযাত্রায় বাকিরা থাকবে না এটা হয়? আমাদের বন্ধু আমাদেরকে ছাড়া বিয়ে করতে যাবে এটা সম্ভব হয় কেমনে?? এই আবেগপ্রবনী বন্ধুত্বই তৈরি করলো সমস্যা।

ঘটনাটি হরিদ্বারের বাহাদুরবাদ এলাকার। বরের নাম রবি। বিয়েতে নিমন্ত্রণ করেছিলেন বন্ধুদেরকে। বিয়ের নিমন্ত্রণ পত্রে বরযাত্রী কখন বেরোবে তার সময় উল্লেখ ছিল। বরের বন্ধুরাও সেই সময় অনুযায়ী তৈরি হচ্ছিল যাওয়ার জন্য। কিন্তু সময়ের আগেই বন্ধুদের না নিয়ে হবু শ্বশুর বাড়ির পথে রওনা দেন বর।

নিমন্ত্রণ পত্র অনুযায়ী বরযাত্রী বেরোনোর কথা ছিল বিকেল পাঁচটায়, অন্যদিকে বরের বন্ধুরা সময় মত উপস্থিত হলেও এসে তাজ্জব হয়ে যায় সকলেই। দেখে তাদের ফেলে রেখেই বরযাত্রী তো রওনা দিয়ে দিয়েছে। রবি বন্ধুদের নিমন্ত্রণ করার দায়িত্ব দিয়েছিল আরেক বন্ধু চন্দ্রশেখর কে। রবির এমন কাণ্ডজ্ঞানহীন কার্যকলাপে বাকি বন্ধুদের সামনে মাথা নিচু হয়ে যায় চন্দ্রশেখরের। কারণ তিনিই সবাইকে অত্যন্ত উৎসাহ নিয়ে রবির বর যাত্রিতে যাওয়ার কথা বলে এসেছিলেন। রাগে, দুঃখে, অপমানে চন্দ্রশেখর সেই মুহূর্তে আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেন। রবি বিরুদ্ধে 50 লক্ষ টাকার মানহানির মামলাও করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *