বাংলার মানুষ চায় বদল, উন্নয়ন ও নতুন বাংলা: ভারতী ঘোষ

ডেস্ক: বীরভূমে হাসান বিধানসভায় প্রচার কার্যের পর এক সাক্ষাৎকারে বিজেপি নেত্রী ভারতী ঘোষ মিডিয়ার সামনে বলেন, পশ্চিমবঙ্গে রাজনৈতীক হিংসা নতুনত্ব বিষয় না। ৩৫ বছর বামেরা ও গত ১০ বছর তৃনমূলের লোকেরা রক্তক্ষরণ করে এসেছে।

তার বক্তব্য অনুসারে, ২০১৬ সালে ন্যাশনাল ক্রাইম রেকর্ড এ এটি নতিভুক্ত আছে যে পশ্চিমবঙ্গে হত্যা কান্ডের ২৫% হত্যার কারণ হলো রাজনৈতিক অস্থিরতা।

জালিয়াতি, তোলাবাজি, রক্তক্ষরণ এবং এই হত্যাকাণ্ডের অবসান তখনই হবে যখন রাজ্যে একটি সুপ্রতিষ্ঠিত সরকার ঘটন হবে।

রাজ্যের অধিকাংশ মানুষই র তৃনমূলের অত্যাচার সহন করতে চাইছে না.. তারা চায় বদল, উন্নয়ন ও নতুন বাংলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *