এবারে আদালতের পথে শুভেন্দু অধিকারী, কর্মী সমর্থকদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ আনেন তিনি

ডেস্ক: থেমে থাকার নয় পশ্চিমবঙ্গের অন্যতম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবারে তিনি হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের দেওয়া মিথ্যে মামলার ওপর অভিযোগ তুলে। তার বক্তব্য বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হচ্ছে। এক্ষেত্রে রাজ্যের বেশ কয়েকটি এসপি আইসিডিএস কাঠগড়ায় দাঁড় করিয়ে জেরা করেছিলেন তিনি।

ইতিমধ্যে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের ভোট গণনার মামলাতে আদালতের দ্বারস্থ হয়েছে তখনই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আদালতে তাদেরও যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন, যেখানে তিনি সেই সময় বলেছিলেন, “যে কারণে আদালতে বিচার চাওয়ার অধিকার আছে আমাদেরও বেশ কয়েকটি ইস্যু রয়েছে। আমরাও আদালতে যাব। তখন বিষয়টির উপর কেউ সেরকম গুরুত্ব না দিলেও বর্তমানে ঘটে চলা বিষয়টির আঁচ পাওয়া গিয়েছিল মোটামুটি।

তাই রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ভোট পরবর্তী হিংসা নিয়ে দিল্লি দরবার করেছে শুভেন্দু অধিকারী। এবং আন্দাজ করা যায় আমাদের রাজ্যপাল সে বিষয়ে তার সহয়তা ও করেছেন। কারণ শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পরেই দিল্লিতে গিয়ে পৌঁছান রাজ্যপাল।

এবং চারদিন দিল্লিতে থাকার পরে তিনি শনিবার কলকাতা ফিরেছেন। এবং ঠিক তার পরের দিনই অর্থাৎ রবিবার তিনি শুভেন্দু অধিকারীর সাথে বৈঠকে বসেন।

এবং সোমবারেই শুভেন্দু অভিযোগ আনেন, যে এই মুহূর্তে রাজ্যের পরিস্থিতি সবচেয়ে খারাপ। মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বিরোধী দলের কর্মী-সমর্থকদের জেলবন্দি করা হচ্ছে মিথ্যা অভিযোগ দিয়ে। নতুন সরকার নির্বাচিত হওয়ার পর পশ্চিমবঙ্গে এর চেয়ে খারাপ পরিস্থিতি কখনোই হয়নি।

এর সাথে সাথেই শুভেন্দু বাবু তৎপর হয়ে উঠেছেন মুকুল রায়কে বিধায়ক পদ থেকে সরানোর জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *