গোয়ায় তৃণমূল সরকার! প্রাক্তন মুখ্যমন্ত্রীর ও যোগদান জোড়াফুল শিবিরে

ডেস্ক: লক্ষ্য 2024, দলকে সর্বভারতীয় স্তরে নিয়ে যেতে একের পর এক পদক্ষেপ ভেবে চিন্তে নিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে পর পর তিনবার ক্ষমতার অধিকারী হন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ঘাঁটি ত্রিপুরায়ও প্রভাব বিস্তার করতে বারবার পাড়ি দিচ্ছেন সেখানে।

তবে শুধু মাত্র ত্রিপুরা পর্যন্ত নয়। ঝুঁকি নিয়ে আরও এক বিজেপি শাসিত রাজ্য গোয়ায় ভিত গড়ে তুলতে তৎপর মমতা। আগামী বৃহস্পতিবার অর্থাৎ 28 তারিখ গোয়া সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সে কথা নিজেই টুইট করে জানালেন তিনি। সেখানে তিনি লেখেন, ‘আগামী 28 শে অক্টোবর প্রথমবার গোয়া সফরের প্রস্তুতি নিচ্ছি’। এছাড়াও তিনি টুইটে বিজেপি বিভাজনের রাজনীতির বিরুদ্ধে গোয়ার মানুষকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন। তার কথায়, সবাই একসঙ্গে মিলে নুতন সরকার গঠনের মাধ্যমে গোয়ায় নতুন ভোরের সূচনা করবেন।

Trinamool government in Goa

যে সরকার সত্যিকারের জনগণের সরকার হবে, জনগণের আকাঙ্খাগুলি বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতি বদ্ধ হবে। শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় #GoenchiNaviSakal ব্যবহার করেছেন। যার আরব সাগরের উপকূলের রাজ্যের কোঙ্কনী ভাষা থেকে অনুবাদ করলে অর্থ দাঁড়ায় গোয়ায় নতুন ভোর।

Trinamool government in Goa

গত মাসেই গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। এবং তার পর থেকেই কংগ্রেস সহ বিভিন্ন দল ছেড়ে একাধিক রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিরা তৃণমূলে যোগদান করেন। পাশাপাশি দুর্গাপুজোর মধ্যে গোয়ায় দফতরও খুলেছে তৃণমূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *