কে হতে চলেছে বঙ্গ বিজেপির নতুন সভাপতি? নাম প্রস্তাব করলেন স্বয়ং দিলীপ ঘোষ

ডেস্ক: চলতি বছরের নভেম্বর মাসে রাজ্যের বিজেপি সভাপতির পদের থেকে মেয়াদ শেষ হতে চলেছে দিলীপ ঘোষের। পরপর দুবার রাজ্য সভাপতির পদের দায়িত্বে ছিলেন দিলীপ ঘোষ। কিন্তু বিজেপির রীতি অনুযায়ী তৃতীয়বারের জন্য আর সেই পদের দায়িত্বে থাকতে পারবেন না তিনি। তাই দলীয় নিয়মেই এবার সরে যেতে হবে দিলীপ ঘোষকে।

তাই সেই আসনে কে বসতে চলেছে এই নিয়েই চর্চা চলছে বঙ্গ বিজেপি-র অন্দরে। আর এই রকম পরিস্থিতিতে স্বয়ং নিজেই সম্ভাবিত আগামী বিজেপি রাজ্য সভাপতির পদের উপযুক্ত ব্যক্তির নাম অনুরোধ করলেন দিলীপ ঘোষ। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এর নাম তিনি প্রস্তাব করেন।

সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষের মধ্যে থাকা ঘনিষ্ঠতার কথা জানা যায়। তবে শুধু সেই কারণেই সুকান্ত মজুমদার পরিচিত নন, নিজের এলাকায় বারংবার সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।

আবার অন্যদিকে রাজ্যের সংগঠনের দায়িত্বে প্রভাব পড়তে পারে মহিলা নেতৃত্বের, এমনটাও জানা যায়। দেবশ্রী চৌধুরী এবং লকেট চট্টোপাধ্যায় এই দুই নেত্রী পেয়ে যেতে পারেন বঙ্গ বিজেপির সভাপতিত্বের দায়িত্ব। দেবশ্রী চৌধুরী আগে কেন্দ্রীয় মন্ত্রী থাকলেও বর্তমানে তিনি আর সেই পদে নেই। এবং লকেট চট্টোপাধ্যায় কে মন্ত্রী করা নিয়ে চর্চা হলেও বাস্তবে তা হয়নি। সুতরাং সে ক্ষেত্রে এতদিনের নিয়ম ভেঙ্গে কোন মহিলা কি আসতে চলেছেন বঙ্গ বিজেপি শীর্ষপদে? এই নিয়ে চলছে জল্পনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *