সোনা চোরাচালানের চেষ্টা বানচাল করল বিএসএফ, গ্রেফতার ৪ বাংলাদেশি মহিলা

ডেস্ক: বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের ছক বানচাল। নদিয়ার কৃষ্ণগঞ্জে বিএসএফের জালে ৪ বাংলাদেশী মহিলা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে ৮টি ব্রেসলেট, ৭টি বালা, ৩টি আংটি-সহ মোট ৬৯৭ গ্রাম সোনার গহনা উদ্ধার করেছে বিএসএফ। আনুমানিক বাজারে যার মূল্য প্রায় ৩৫ লক্ষ ৪৩ হাজার টাকা।

ধৃত চারজন মহিলার নাম আলপনা মুখোপাধ্যায়, সোনিয়া লাল, পূজা দত্ত এবং মুন্নি চৌধুরী। প্রথমজনের বাড়ি গেদে, দ্বিতীয় ও তৃতীয়জনের বাড়ি কলকাতা এবং চতুর্থজনের বাড়ি রানাঘাটে।

বৈধ পাসপোর্ট, ভিসা নিয়েই প্রথম তিনজন বাংলাদেশে গিয়েছিল। বাংলাদেশ থেকে ফেরার পথে সেখানকার বাসিন্দা অমিত দেবের কাছে থেকে ওই সোনার গয়নাগুলো তারা নিয়ে আসছিল বলে খবর। বিএসএফের দাবি, ধৃতরা জানিয়েছে, গয়নাগুলি রানাঘাটের বাসিন্দা মুন্নি চৌধুরীর হাতে তুলে দেওয়ার কথা ছিল।

গয়না লেনদেনের জন্য রবিবার বিকেলে মুন্নি চৌধুরী গেদে স্টেশনে ওই তিনজনের জন্য অপেক্ষা করছিল। ওই তিনজন গেদে সীমান্ত পেরিয়ে গেদে স্টেশনে ওঠার পরেই কাস্টমস চেকিংয়ের মাধ্যমে ধরা পড়ে যায় প্রথম তিনজন। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করলে ধরা পড়ে চতুর্থ মহিলাও।

জিজ্ঞাসাবাদে ওই মহিলারা স্বীকার করেন, বেআইনিভাবে মূলত পাচারের উদ্দেশ্যেই তারা ওই গয়নাগুলি নিয়ে আসছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *