দিলীপ বাবুর পোস্টারে ‘কন্যাশ্রী’ বানান ভুল, হাসির খোরাক হয়ে উঠলেন নেট দুনিয়ায়

ডেস্ক: এমনিতেই সোশ্যাল মিডিয়ায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কে নিয়ে দেখা যায় হাজার রকমের মিম। তার ওপর জ্ঞানে অজ্ঞানে এমন কিছুই তিনি মুখ ফসকে বলে ফেলেন যার কারণে তিনি বারংবার উপহাসের পাত্র হয়ে যান। গরুর দুধে সোনা পাওয়া যাওয়ার মন্তব্য কে ঘিরে এখনও চলে খিল্লি।

এবারেও তিনি পোস্টারে বানান ভুলের জন্য হলেন হাসির খোরাক। গোটা বাদল অধিবেশন জুড়ে কেন্দ্রের বিরুদ্ধে গলা হাঁকিয়ে ছিল তৃণমূল। এবারে অধিবেশনের শেষ দিনে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকারের বিরুদ্ধে সংসদের বাইরে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণের প্রতিবাদ সভা করেছিল বঙ্গ বিজেপি।

মুখ্যমন্ত্রীর পদ ত্যাগের দাবিও তোলা হয়। লকেট চট্টোপাধ্যায়, রূপা গাঙ্গুলী দিলীপ ঘোষ, অর্জুন সিং সকলের হতেই ছিল প্ল্যাকার্ড। এবং সেখানে লেখা ছিল একাধিক স্লোগান। এবং তাতে লেখাও ছিল একাধিক স্লোগান। কিন্তু গন্ডগোল বাঁধে দিলীপ বাবুর প্ল্যাকার্ড নিয়ে। যেখানে কন্যাশ্রী র জায়গায় লেখা ছিল কন্নাশ্রী। ব্যাপার মালুম হতে প্ল্যাকার্ড বদলে নিলেও ততক্ষণে নেটে ভাইরাল হয় ছবিটি।

মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় ছবিটি পোস্ট করে টুইট করেন, এই জন্যেই বিদ্যাসাগর মশাই বলে গিয়েছেন, “মূর্খের* অশেষ দোষ”।
পোস্টারটা যে ছেপেছে তার কথা বলছি।
বাংলা বর্ণমালার হ্রস্ব-ই বর্ণটা পর্যন্ত চেনা
যাচ্ছে না!

অর্থাৎ তিনি স্পষ্ট করে বুঝিয়ে দেন, প্ল্যাকার্ড যার হাতে আছে তাকে নিয়ে না, যে বানিয়েছে অভিযোগ তাকে নিয়ে। কিন্তু অনেকেই ধারণা করছেন তথাগত বাবু পোস্টার লেখক করে কটাক্ষ করতে গিয়ে আদপে দিলীপ ঘোষকেই কটাক্ষ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *