বিজেপি কাউন্সিলর মীনাদেবীকে দেখতে হাসপাতালে পৌঁছালেন ফিরহাদ হাকিম

Desk: বিজেপির নবান্ন অভিযান কতটা সফল বা ব্যর্থ, তা নিয়ে আলোচনা চলছেই। তবে, বর্তমানে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে, তা হল বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের মাথা ফাটার ঘটনা।

মঙ্গলবার বড়বাজার থেকে যখন একটি মিছিল এগোচ্ছিল নবান্নের দিকে, সেখানে বাধা দেয় পুলিশ। কিন্তু বাধা অগ্রাহ্য করে মিছিল এগোতে গেলেই শুরু হয় খণ্ডযুদ্ধ। আর তাতে মাথা ফাটে কলকাতা পুরসভার ৪ নম্বর বরোর অন্তর্গত ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের।

এরপরই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আজ সেখানে তাঁকে দেখতে যান রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সেখানে মীনাদেবীর স্বাস্থ্যের খোঁজখবর নেন তিনি।

জানান, চাইলে পুরসভা থেকে অন্য ভাল হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করানো হবে মীনাদেবী পুরোহিতের। বর্তমানে বটতলা স্ট্রিটের হাসপাতালে ভর্তি বিজেপি কাউন্সিলর।

ফিরহাদ বলেন, ”কী ঘটনা ঘটেছে, সেটা নিয়ে তর্কে যাব না। মীনাদেবী পুরোহিতের মাথায় চোট আছে। এখন সিটি স্ক্যান হবে। মুখ্যমন্ত্রীকে জানিয়েছি এ বিষয়ে, উনিও সুস্থতা কামনা করেছেন। মীনাদেবী পুরোহিতের চিকিৎসার সমস্ত খরচ কলকাতা পুরসভা বহন করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *