স্পর্শ করল 100 কোটির মাইলফলক, গোটা বিশ্বের মধ্যে ভারতের তৈরি নতুন রেকর্ড!

ডেস্ক: তৈরী হলো রেকর্ড! 100 কোটি টিকাকরণের মাইলফলক স্পর্শ করল ভারত। ভারতের তৈরী এই রেকর্ড নজির গড়ল সারা বিশ্বে। চলতি বছরের শুরুতেই দেশ জুড়ে কোরোনা টিকাকরণের মিশনে তৎপর হয়ে ওঠে কেন্দ্র। আর 279 দিনের মাথায় কোরোনার প্রথম ডোজের টিকা 100 কোটি ভারতীয়দের সফল ভাবে দিতে সক্ষম হলো।

গত বছর এই সময় এই সময় গোটা দেশের পরিস্থিতি অন্যরকমই ছিল। যা ভাবলেই শিহরিত হতে হয়। মহামারীর একের পর এক উপচে পড়া ঢেউ চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। চোখের সামনে দেখা গেছে মৃত্যুমিছিল। সেই সময় মনোবল না হারিয়ে কেন্দ্র সরকার টিকাকরণের ওপর বিশেষ জোর দেয়। গবেষক এবং বৈজ্ঞানিকদের অক্লান্ত পরিশ্রম আজ বাঁচিয়ে তুলতে সক্ষম হয়েছে গোটা দেশ তথা বিশ্ববাসী কে।

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয় কোভ্যাক্সিন এবং অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যৌথ প্রচেষ্টায় সেরাম ইন্সটিটিউটও তৈরি হয় কোভিশিল্ড। 2021 সালের 16 জানুয়ারি থেকে গণটিকাকরণের কর্মসূচি তৈরি করে কেন্দ্রীয় সরকার। মাত্র 34 দিনেই অর্থাৎ 19 ফেব্রুয়ারি মধ্যেই দেশে 1 কোটি টিকা দেওয়া হয়। এরপর 85 দিনের মাথায় 10 কোটি ভারতীয় টিকা করণের আওতায় পড়ে। 148 দিন পার করে 25 কোটির মাইলফলক।

203 দিনে পূর্ণ হয় 50 কোটি টিকাকরণের লক্ষ্যমাত্রা। 17ই সেপটেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে আড়াই কোটি টিকা দিয়ে বিশ্বরেকর্ড গড়ে ভারত। সেই সময় প্রধানমন্ত্রী দেশের সমস্ত চিকিৎসক, স্বাস্থ্য়কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেছিলেন,”টিকাকরণের এই গতি ধরে রেখেই ১০০ কোটির মাইলফলক স্পর্শ করতে হবে আমাদের”।

২৬০ দিনের মাথায়, ২ অক্টোবরই ৯০ কোটি টিকাকরণের গণ্ডিতে প্রবেশ করে দেশ। এরপরই শুরু হয় কাউন্টডাউন। বৃহস্পতিবার সকাল 9টা 47 মিনিটে আসা তথ্য অনুযায়ী জানা যায় পূরণ হয় দেশের 100 কোটির আখড়া।

তবে এখানেই সমাপ্ত নয়, এখন বাকি অনেকটা পথ। 75% প্রাপ্ত বয়স্কদের টিকাকরণ সম্পন্ন হলেও এখন বাকি 25% প্রাপ্তবয়স্ক। এই সংখ্যা পূরণ করতে হলে এখন 190 কোটি টিকা প্রদান করতে হবে। পাশাপাশি 18 বছরের নিচে নাবালক ও প্রাপ্ত বয়স্কদের টিকাকরণ এখনও পর্যন্ত শুরু হয়নি। তবে চলতি মাসের শেষ দিকে বা আগামী মাসের শুরুতেই শিশুদের অনুমোদন পাওয়া যাবে এমনটাই আশাবাদী গবেষকরা। শিশু ও নাবালকদের মিলিয়ে মোট 270 কোটি টিকা দিতে হবে কেন্দ্র কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *